বাক্‌ ১৪৪ ।। শ্রীপর্ণা চট্টোপাধ্যায়

 

রায়রায়ান 

 

বাতিস্তম্ভে আলো জ্বেলে যায়নি ঘোড়সওয়ার

মোহরের হাতছানি ফিরিয়ে অক্লেশে 

চালচুলোহীন রায়রায়ান জুড়িগাড়ি ফেলে 

রাস্তার ধুলোয় নেমে দেখছে নিজেকে 

মলিন হয়নি এখনও চাবুকে রক্তের দাগ 

ঝলমলে অন্ধকারে ছুটে যাবে আরবি ঘোড়ারা 

চিকন কেশরে চলকে পড়বে মেজাজী অহংকার 

 

যুবতী নারীরা গলি থেকে আসবে সড়কে 

উদ্ধত বুক ভ্রুভঙ্গে ইশারা

হাসির লহর গড়িয়ে দেবে অলাতচক্রের দিকে 

বন্ধ দরজায় কড়া নেড়ে ভিনদেশি হাওয়া 

চোখের সামনে লুঠ হয়ে যাবে সব 

চওড়া বুকের খাঁচা পেটে পিঠে মিশে

পূর্বপুরুষেরা কেউ রায়রায়ান ছিল না কখনও  

 

No comments:

Post a Comment