নোঙর
শোন, সামান্য কতক
মনে রাখি,
যা
দেখি তোমার তিলে,
অভাবে, অনন্ত
নীহারিকায়,
ইলতিজায়
ধুয়ে যায় তার প্রায় সর্বাংশ।
কেবল, অঙ্গে মাধব
এলে,
এস্রাজেরও
দাঁত গজায়,
তখন
...
নীল, নীল,
কী যে দহন,
যাযাবর
জলে,
ছিটকে
আসা রক্তের নৌকাবদল খেলি।
এইসব
ডালিম যখন শানায়,
ভেব
না, সবই মনে রাখি।
শুধু
আমার প্রেতকে যে ক্রুশে লটকে চেরে,
দহে
কালাচ দেখব বলে,
কিছু
ভাঁজে, মরহুম সে হন্তার কাছি ফেলে রাখি।
মনে রাখার মতো দেখাই হোল না আজও!!!
ReplyDeleteখুব ভালো লেখা।
ধন্যবাদ 🙂
Deleteখুব খুব ভালো লাগলো সোনালী— প্রীতম বসাক
ReplyDeleteপ্রাপ্তি কবি ... 🙏🏻
Deleteচমৎকার
ReplyDeleteকী বলি ... 🙂
Deleteচমৎকার
ReplyDeleteমুগ্ধ হলাম। অপূর্ব কবিতা
ReplyDeleteঅনেক ভালো লাগা জেনো 🙂
Deleteঅঙ্গে মাধব এলে, এস্রাজেরও দাঁত গজায়! ❤️❤️❤️
ReplyDeleteশীর্ষা ❤❤❤❤
Delete❤❤❤❤❤
ReplyDelete💕💕💕
Deleteদুর্দান্ত।🙏
ReplyDelete🙏🏻🙏🏻
Deleteদুর্দান্ত
ReplyDelete❤
Deleteসূচির সব কটি কবিতা পড়ার পর আপনারটি পড়ি... প্রত্যাশা থাকে।
ReplyDeleteমন ভরল না এবার। হতাশ হলাম।
(আপনি বলেই জানালাম)
এই সৎ মন্তব্যটির প্রত্যাশা ছিলো, খুব দামি
Delete🙂
বেশ
ReplyDelete🙂
Deleteঅসাধারণ
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteধন্যবাদ 🙂
Deleteএস্রাজেরও দাঁত গজায়... পড়ার পর থেকেই ভেবে চলেছি।
ReplyDeleteনোঙর খুব ভালো লাগল।
নমস্কার কবিকে।
প্রণাম 🙏🏻
Deleteভালো লেখা। শেষ লাইন কবিতাটিকে এক আশ্চর্য আলোক দেয়। এক দূরগামী রহস্য বুনে তুলছে। শেষ বাক্যের ব্যবহারে 'মরহুম' শব্দটি যেন কাছি কে ব্যক্তিবিশেষ করে তুলল। এক আর্ষ প্রয়োগ। অথচ কবিতার বুননে তাকে চেনা গন্ডির অর্থ পরিসর থেকে দূরে নিয়ে গেলেন। ব্রেভো।
ReplyDeleteএই রকম পাঠ প্রতিক্রিয়া যে কি পর্যায়ে প্রাণিত করে বলে বোঝানো যাবে না
Delete🙂
বেশ ভালো
ReplyDeleteভীষণ ভাল লেখা । তবে এ লেখা একটি কবিতায় পড়ে তোমার কবিতার পড়ার লোভ আরো বেড়ে গেল আমার মধ্যে । শব্দের মধ্যে আর্তি নেই, বরং তার স্থানে এ কবিতায় শব্দমধ্যস্থ নিঃশেষ ও ঝের পড়া লক্ষ করছি । এমন কবিতা আরো কয়েকটা লেখো সোনালী । এই প্লাবন তোমার আগামী আরও কবিতায় আসুক । নিজেকে পৃথক পথের যাত্রী করে তুলেছ এ কবিতার মধ্যে । ভাল লাগল লেখাটা পড়ে ।
ReplyDelete।।শুভদীপ নায়ক ।।
এই তো এই তো এই তো,সবচেয়ে ক্ষুরধার ক্রিটিকের মন্তব্য এসে গেছে। খুব টেনশনে ছিলাম গতকাল থেকে...
Delete❤
আমি যে বলতে যাচ্ছিলাম ,দেখলাম,অভি অনেকটা সেইরকম বলেছে। ভিড়ের মধ্যে যে একটি-দুটি কবিতা পাওয়া যায়, এ তার চে বেশি কিছু নয়, কমও নয়।
ReplyDeleteকর্ডেলিয়াকে মনে পড়ল। অনেক ধন্যবাদ 🙂
Deleteঅসম্ভব ভালো লাগায় আচ্ছন্ন হলাম। খুব ভালো লেখা। এগিয়ে যাও।
ReplyDeleteপ্রণাম নেবেন 🙂
Deleteঅনেক ধন্যবাদ 🙂
ReplyDeleteভাবনার সাগরে আন্দাোলন তোলে...ধন্যবাদ কবিকে
ReplyDeleteঅনেক ভালো লাগা জানবেন
ReplyDelete🙂
লেখাটা পড়তে শুরু করলাম। শেষে চমকে ওঠার মতো। এসব লেখা পড়লে মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। ধন্যবাদ সোনালী।
ReplyDeleteদাদা, এভাবেও কি লজ্জা দিতে আছে? আশীর্বাদ রেখো।
Delete🙏🏻
অপ্রাপ্তির হাহাকার নয় অভিমান দেখলাম
ReplyDelete🙏🏻
Deleteকোথাও অতি কথনের ঝোঁক নেই
ReplyDeleteকি নির্মেদ শরীর এক নেমে এল !
কবিতাটিও খুব চমত্কার, অনুভবেও ঘন হয়ে আছে
অজস্র ধন্যবাদ 🙂
ReplyDelete