বাক্‌ ১৪৪ ।। সোনালী চক্রবর্তী



নোঙর 


শোন, সামান্য কতক মনে রাখি,

যা দেখি তোমার তিলে,

অভাবে, অনন্ত নীহারিকায়,

ইলতিজায় ধুয়ে যায় তার প্রায় সর্বাংশ।

কেবল, অঙ্গে মাধব এলে,

এস্রাজেরও দাঁত গজায়,

তখন ...

নীল, নীল, কী যে দহন,

যাযাবর জলে,

ছিটকে আসা রক্তের নৌকাবদল খেলি।

এইসব ডালিম যখন শানায়,

ভেব না, সবই মনে রাখি।

শুধু আমার প্রেতকে যে ক্রুশে লটকে চেরে,

দহে কালাচ দেখব বলে,

কিছু ভাঁজে, মরহুম সে হন্তার কাছি ফেলে রাখি।

45 comments:

  1. মনে রাখার মতো দেখাই হোল না আজও!!!

    খুব ভালো লেখা।

    ReplyDelete
  2. খুব খুব ভালো লাগলো সোনালী— প্রীতম বসাক

    ReplyDelete
  3. মুগ্ধ হলাম। অপূর্ব কবিতা

    ReplyDelete
  4. অঙ্গে মাধব এলে, এস্রাজেরও দাঁত গজায়! ❤️❤️❤️

    ReplyDelete
  5. দুর্দান্ত।🙏

    ReplyDelete
  6. সূচির সব কটি কবিতা পড়ার পর আপনারটি পড়ি... প্রত্যাশা থাকে।
    মন ভরল না এবার। হতাশ হলাম।
    (আপনি বলেই জানালাম)

    ReplyDelete
    Replies
    1. এই সৎ মন্তব্যটির প্রত্যাশা ছিলো, খুব দামি
      🙂

      Delete
  7. এস্রাজেরও দাঁত গজায়... পড়ার পর থেকেই ভেবে চলেছি।
    নোঙর খুব ভালো লাগল।
    নমস্কার কবিকে।

    ReplyDelete
  8. ভালো লেখা। শেষ লাইন কবিতাটিকে এক আশ্চর্য আলোক দেয়। এক দূরগামী রহস্য বুনে তুলছে। শেষ বাক্যের ব্যবহারে 'মরহুম' শব্দটি যেন কাছি কে ব্যক্তিবিশেষ করে তুলল। এক আর্ষ প্রয়োগ। অথচ কবিতার বুননে তাকে চেনা গন্ডির অর্থ পরিসর থেকে দূরে নিয়ে গেলেন। ব্রেভো।

    ReplyDelete
    Replies
    1. এই রকম পাঠ প্রতিক্রিয়া যে কি পর্যায়ে প্রাণিত করে বলে বোঝানো যাবে না
      🙂

      Delete
  9. ভীষণ ভাল লেখা । তবে এ লেখা একটি কবিতায় পড়ে তোমার কবিতার পড়ার লোভ আরো বেড়ে গেল আমার মধ্যে । শব্দের মধ্যে আর্তি নেই, বরং তার স্থানে এ কবিতায় শব্দমধ্যস্থ নিঃশেষ ও ঝের পড়া লক্ষ করছি । এমন কবিতা আরো কয়েকটা লেখো সোনালী । এই প্লাবন তোমার আগামী আরও কবিতায় আসুক । নিজেকে পৃথক পথের যাত্রী করে তুলেছ এ কবিতার মধ্যে । ভাল লাগল লেখাটা পড়ে ।

    ।।শুভদীপ নায়ক ।।

    ReplyDelete
    Replies
    1. এই তো এই তো এই তো,সবচেয়ে ক্ষুরধার ক্রিটিকের মন্তব্য এসে গেছে। খুব টেনশনে ছিলাম গতকাল থেকে...

      Delete
  10. আমি যে বলতে যাচ্ছিলাম ,দেখলাম,অভি অনেকটা সেইরকম বলেছে। ভিড়ের মধ্যে যে একটি-দুটি কবিতা পাওয়া যায়, এ তার চে বেশি কিছু নয়, কমও নয়।

    ReplyDelete
    Replies
    1. কর্ডেলিয়াকে মনে পড়ল। অনেক ধন্যবাদ 🙂

      Delete
  11. অসম্ভব ভালো লাগায় আচ্ছন্ন হলাম। খুব ভালো লেখা। এগিয়ে যাও।

    ReplyDelete
  12. ভাবনার সাগরে আন্দাোলন তোলে...ধন্যবাদ কবিকে

    ReplyDelete
  13. অনেক ভালো লাগা জানবেন
    🙂

    ReplyDelete
  14. লেখাটা পড়তে শুরু করলাম। শেষে চমকে ওঠার মতো। এসব লেখা পড়লে মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। ধন্যবাদ সোনালী।

    ReplyDelete
    Replies
    1. দাদা, এভাবেও কি লজ্জা দিতে আছে? আশীর্বাদ রেখো।
      🙏🏻

      Delete
  15. অপ্রাপ্তির হাহাকার নয় অভিমান দেখলাম

    ReplyDelete
  16. কোথাও অতি কথনের ঝোঁক নেই
    কি নির্মেদ শরীর এক নেমে এল !
    কবিতাটিও খুব চমত্কার, অনুভবেও ঘন হয়ে আছে

    ReplyDelete