বাক্‌ ১৪৪ ।। অনিকেশ দাশগুপ্ত




গ্যালারির অন্য প্রান্ত থেকে


কাঙ্ক্ষিত নয় তোমাদের নির্ভরশীল চিবুক
একটা আঙুলের খেলাই তো সবকিছু
খেলার নিয়ম খাটেনা এখানে, চিহ্নের তামাশা অথবা
মুখে মুখে রটানো
ব্যক্তিগত বোতামগুলি সাম্প্রতিকতম ঠাট্টা হতে পারে
তোমাদের দুঃখ নিয়ে প্রতিষ্ঠান উবে গেছে
কুচো ছানা পাঞ্জার ছাপ দেয়ালে টাঙায়
তারপরও বলবে মজ্জা হাড়ের কাছাকাছিই কোথাও ছিল
সুড়ুৎ করে ঢোকেনি চড়ুইভাতির মাঠে
আহা! বিস্তীর্ণ মাঠে ওই টিনের তাঁবু কারো নয়
অকস্মাৎ আমায় এভাবে জাগিও না...
নির্বাসনে আসার আগে জন্তুর ক্যানাইন ছড়িয়ে রেখেছি
শূন্য পূর্ণের মাঝে,
এত তবে কিসের দেয়াললিখন, কিসের নির্দেশিকা!

9 comments: