বাক্‌ ১৪৪ ।। পৌলমী গুহ



প্রেমের কবিতা


চোখ তুলে তাকালাম,
আর ব্যথারা দেদার ছড়িয়ে পড়লো
রাস্তায়, ঘাসে, পাথরে পাথরে
সুর তুলে নাগালের বাইরে
অনন্ত ঢেউ, অভ্যস্ত কিনার ঘেঁষে,
ব্যথারা তার মাঝে পথ করে চলে

চোখ তুলে তাকালাম আর,
ব্যথারা ছড়িয়ে পড়লো
রাস্তায়, ধুলোতে, ঘাসে


অনাহূত বৃষ্টির দিন

ধোঁয়াগন্ধ নাভিটিকে নিপুণ করে
ঠোঁট থেকে মরা চামড়া খুবলে খায়
ঋতুমতী পাখিদের শব
জারজ ভ্রূণের মতো ত্যাগ করা স্মৃতিরা
টাল খায় মিল খায়
কেউ থাকে, কেউ নয়
নেই হয়ে যেতে ঠিক যতোটুকু দরকার
তার বেশি চাইতে নেই


কবিতার পরে

কবিটি একা বসে থাকে
গোনে জ্যোৎস্নার ধুলো,
প্রজাপতি রঙ,
অথবা বিকেলের ধ্বনি
আঙুলে কলম ঝিমোয়,
খাতাতে ঘুম

কবিটি বসে থাকে
কবিটি ফুরোয়


1 comment: