বাক্‌ ১৪৪ ।। বিশ্বনাথ পাল



ইচ্ছে হয়

আমারও তো ইচ্ছে হয় আড়চোখে পৃথিবীকে দেখি
বেঁকেচুরে গুঁড়ো হোক এযাবৎ কাল থাকা
সমস্ত সরল বিষয়
সন্দেহ এনে দিই পরম ভক্তির চোখে
বিশ্বাসে কাঁকর মেশাই
কিছুটা বিজ্ঞের মতো অভিজ্ঞ আকাশ থেকে
ঝরে যেই আলো
চমকে দিই জড়ো করে এনে---
আসানসোল থেকে বাসে ফেরার পথে
এইসব মনে এল।

No comments:

Post a Comment