বাক্‌ ১৪৪ ।। প্রতাপ হালদার



গৃহস্থপুরুষ

লালন বলতে যেটুকু আকাশ
ফসলের হাসি এনে দেয়
এক গৃহস্থপুরুষ

আমাদের বনিবনা আছে, ফুল কুড়নোর মৃদু আজান
বসতকে মাটি বলি 
মোড়ায় বসে গল্প করে দু দিনের বৃষ্টি

শস্যের দেবতা এক মানুষ
ধীর পাখিটির মতো সন্ধ্যা আনে

চারপাশের সুদূর সম্মান করে
আরও একটা দিন বাঁচবে বলে




No comments:

Post a Comment