বাক্‌ ১৪৪ ।। রণজিৎ অধিকারী

 

সমান্তরাল  

 

দিন যেখানে মিশে আছে রাত্রির সঙ্গে,

রাত্রি যেখানে মিশে নেই দিনের সঙ্গে —

দুই ভিন্ন সরলরেখার মতো, পরস্পরকে কখনোই

স্পর্শ করে না তারা।

কিন্তু আমরা এই দুই অনমনীয় রেখার মাঝখানে

আমাদের আত্মাকে এনেছি — তাদের মাঝখানে

অসীম শূন্যতা রেখে আত্মারা জগৎ পারাপার হয়।

 

কোনো শূন্যতারই সীমা নেই,

আত্মার চারপাশে কোনো বস্তু নেই, আসবাব নেই।

আর ওই দুটো রেখা যে প্রেক্ষিত তৈরি করে —

সেখান থেকে আত্মাগুলোকে দেখা যায় না।

শুধু যা দেখতে পাবে, — শয়ে শয়ে মানুষ

পৃথিবীর সমুদ্র-খাঁড়িগুলো ভরিয়ে তুলছে ; আবার

নিস্তব্ধতা বয়ে নিয়ে যাচ্ছে মরচে ধরা বিছানায় ...

 

...  কী অর্থ এসবের! মাথামুণ্ডু কিছুই বুঝবে না।

কোনো অলীক দূর দিয়ে তখন দুই রেখা চলে যাচ্ছে —

রাত্রি যেখানে এসে মিশছে দিনের সঙ্গে,

দিন যেখানে কখনোই মিশবে না রাত্রির সঙ্গে।

 

                                                          ২৬ জুলাই, রবিবার, ২০২০

 

 

18 comments:

  1. আপনার কবিতা খুব ভালো লাগে।অসাধারণ

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো-প্রীতম বসাক

    ReplyDelete
  3. চমৎকার ইমেজ। শব্দছবির আড়ালে ক্ষয়ে যাওয়া সম্পর্ক...

    ReplyDelete
  4. অসাধারণ কবিতাটি। আইডিয়াটি খুব ইউনিক এই জগৎ আমি কখনো কল্পনা করার সাহস পাব না।

    ReplyDelete
  5. অসামান্য কবিতাটি । আপনার কবিতার মুগ্ধ পাঠক হয়ে পড়ছি দিন দিন । ভাল লাগল ।
    ।।শুভদীপ নায়ক ।।

    ReplyDelete
  6. আপনার লেখা সবসময়ই ভাবায়, বেশ ভালো লাগলো

    ReplyDelete
  7. মায়াময় অনুভূতি আর স্বচ্ছ সরল ভাষা মুগ্ধ করলো। প্রণাম নেবেন।

    ReplyDelete
  8. দুর্দান্ত কবিতা. ..আপনার গদ্য এবং কবিতা দুটোই মেধাবী , অন্তরের সঙ্গে মেধাকে স্পর্শ করে

    ReplyDelete
  9. অসামান্য লেখা।

    ReplyDelete
  10. ভাবা যায় না, মহাজাগতিক ভাবনার স্পর্শ পেলাম যেন। আপনার শব্দকল্প লীলাময়....

    ReplyDelete
  11. চমৎকার লেখা... মুগ্ধতা...

    ReplyDelete
  12. গভীর উচ্চারণ! আমি কখনও হয়ত এমনটা লিখতে পারব না। কিন্তু এই ভাবনা আমাকে সমৃদ্ধ করল।

    ReplyDelete