বাক্‌ ১৪৪ ।। সমন্বয়

 

শুকরের লেজ

 

দুঃখ বদলের সময় হলে 

দুঃখ, জানি আমার

সন্ন‍্যাস নয়, শান্তির প্রতি ঝোঁক 

মৃত্যু নয়, মৃতের প্রতি ঈর্ষা

 

-- অসুখী টোটেম মানেই মৃত্যুভাবনা নয়

 

-- এই মুহূর্তটা চলমান অনুস্বার

 

-- আর নীল রিফিল স্নায়ুতে

 

-- দুটো সমান্তরাল বিড়াল জিভ পেতে আছে

 

-- জননে কয়েক গজ বিবর্তনী ছায়ার ক্রমশ ইজেল

 

-- না, আমরা যোনিমুখে কবিতা করবো না

 

 

 

 

কবিতা আদতে তথ্য

 

ব্যাপারটা এমন হয়েছিলো

ক্যালেন্ডার আসলে ক্লাসঘর

একজন অদৃশ্য এসে রোল গুনেছিলো

 

এরপর অগ্নিকোনের বেঞ্চ থেকে

প্রথম গাছটি, প্রথম সাপটি, প্রথম পাখিটি,

প্রথম জন্তুটি, প্রথম ফুলটি বলেছিলো, "উপস্থিত"

 

নৈঋত কোণের একটি বেঞ্চ থেকে

প্রথম ফজিলটি বলেছিলো, " উপস্থিত "

 

অগ্নিকোণের সামনের বেঞ্চ থেকে

প্রথম পৃথিবী, প্রথম চাঁদ, প্রথম সূর্য

বলেছিলো, "উপস্থিত"

 

এদের সকলেরই নাম ছিলো প্রথম

আর পদবী ছিলো: গাছ , সাপ , পাখি ,

জন্তু, ফজিল, পৃথিবী, চাঁদ, সূর্য

 

এখন, এর থেকে একটা অন্য তথ্যে যাওয়া যায়

 

4 comments: