বাক্‌ ১৪৪ ।। রাহেবুল



লোহিতের ফটোশপ

ধর্‌ ধর্‌
মার্‌ মার্‌
কাট্‌ কাট্‌

।। লোহিতের ফটোশপ জুড়ে পিয়া মোর ।।

কাট্‌ কাট্‌
মার্‌ মার্‌
ধর্‌ ধর্‌

।। লোহিতের ফটোশপ ।।

রে
পিয়া
মোর




ব্লিডিং বরষে হৃদি                          

হন্যে হয়ে খুঁজি যে চুম্বনটি হালাল

ইত্যাদি

অপর সিসি ক্যামেরা: উইড়া যায়রে চকোয়ার পঙ্খি / পইড়া রইলো ছায়া

হরির লুটেরা হে। ধরতি পারবিনে।

এই ঢক কত কথা। কওয়া যায় / যায় না। কয়েদ। কবে থেকে?

দৈনদিন সময়ে ব্লিডিং বরষে হৃদি



একটা আহা

চাঁদ্‌নি রাতি গো
চামচিকা সকল বেরিয়েছে প্রণয়ে।
ওয়েলিং জুড়ে ভ্যাম্পায়াররাজ।

চাঁদ্‌নি রাতি গো।
নির্ঘুম আছেন সই চন্দ্রাবলী

Shunte cheyechhile ekta ahh!

শুনতে চেয়েছিলে একটা আহ্‌!

একটা আহা!



7 comments:

  1. খুব ভালো লাগল

    ReplyDelete
  2. প্রথমটা মিনিম্যাল পোয়েট্রি,দ্বিতীয়টা নয়,তৃতীয়টা আমার খুব অ্যাডভেঞ্চারাস লাগল.... তবে তোমার আরো বেশ কিছু ভালো কবিতা পান করেছি....

    এত একগাদা সেম,ভ্যারাইটিলেস লেখকের মাঝে তোমার স্বাতন্ত্র্য বজায় থাকুক,এটাই আশা।

    ReplyDelete
  3. প্রথমটা মিনিম্যাল পোয়েট্রি,দ্বিতীয়টা নয়,তৃতীয়টা আমার খুব অ্যাডভেঞ্চারাস লাগল.... তবে তোমার আরো বেশ কিছু ভালো কবিতা পান করেছি....

    এত একগাদা সেম,ভ্যারাইটিলেস লেখকের মাঝে তোমার স্বাতন্ত্র্য বজায় থাকুক,এটাই আশা।

    ReplyDelete
  4. প্রথমটা মিনিম্যাল পোয়েট্রি,দ্বিতীয়টা নয়,তৃতীয়টা আমার খুব অ্যাডভেঞ্চারাস লাগল.... তবে তোমার আরো বেশ কিছু ভালো কবিতা পান করেছি....

    এত একগাদা সেম,ভ্যারাইটিলেস লেখকের মাঝে তোমার স্বাতন্ত্র্য বজায় থাকুক,এটাই আশা।

    ReplyDelete