বাক্‌ ১৪৪ ।। শীর্ষা



রঙ এবং আলো সমার্থক শব্দ নয়

*
মেঘের সাদাকে তাড়া করছে বেড়ালটি। তীব্র ঈর্ষায়।
আলোকে হারিয়ে দিয়ে জিতছে গতির মেডেল;
মাটিতে ছিটকে গিয়ে ক্রমাগত কেঁদে চলেছে
শুভ্রতর সাদার পোশাক

*
আলোর রঙ নেই হয়ে যাচ্ছে হঠাৎ।
ফুলকি জ্বালছে বেড়ালটি টেবিলে –
একটি একটি করে ফুলকির সংখ্যা বাড়ছে, মালার মতো।
আর নেই হয়ে যাওয়া পেয়ে বসছে
বেড়ালের উৎকৃষ্টতম
ফুলকিচোখকে

*
সাদা এবং কালোর যুদ্ধে কেঁদে উঠছে আকাশ –
শরীর থেকে সন্তানমেঘ ঝরে পড়ায় আরও নীল হয়ে উঠছে
আকাশের ছবি। অথচ শোকের স্কেলকে ভুলিয়ে দিচ্ছে
নতুন সন্তানের জন্ম। ঠুনকো করে দিচ্ছে রঙ।
মাতৃত্বকে, সহজেই।

*
রঙ নিরাভরণ। রঙের নিজস্ব কোনও পোশাক নেই।
এই যাবতীয় সময়বৃত্ত চাকায় দিন এবং রাত
বেঁচে থাকে শুধু – অসীম শত্রুতা নিয়ে।
ওদের চিরন্তন সম্পর্কে রঙের পোশাক
দাউদাউ হয়ে জ্বলে

4 comments: