বাক্‌ ১৪৪ ।। প্রসূন প্রামাণিক




চোর

গোপনে দেরাজ খুলি
পাছে কেউ জেগে যায়, তাই পরেছি ছায়ার হাত
পা দুটোও নুলোর সমান-
ছিলাম চোরের চোরআকাশের কালো থেকে
তারা চুরি করে যখন এসেছি নেমে মাটির গোড়ায়
উঠেছে গৃহস্থ চাঁদ, মায়াভূক আলোটিকে লেলিয়ে দিয়েছে
আমিও পড়েছি ফাঁদে, সেই থেকে
অশরীরী, মুগ্ধ, হতবাক
গোপনে সিন্দুক ছুঁই, হাত রাখি চাবির গোছায়
আর নিঃশ্বাসে চাবি নড়ে, মৃদু শব্দ হয়
'বাতাস এসেছে বুঝি? পদশব্দ শুনিনি তো কারো!
আমি তো সভয়ে ফিরি সদর দুয়ারে
বাইরে তারার দল, কখনও বা চাঁদ উঁকি মারে
বেরোতে পারি না তাই, ঠায় বসে থাকি
ভোরে ওরা জল দেয় দরজায়, খিড়কি দুয়ারে
আমিও বাসির দলে, ভিজে যাই, লুকোতে পারি না

16 comments:

  1. ভাল লাগলো প্রসূনদা

    ReplyDelete
  2. অপূর্ব কবিতা

    ReplyDelete
  3. প্রসূন ভালো তো লাগলোই | সব চে বড়ো কথা , কাল্পনিক অভিজ্ঞতা ও চেতনার যে স্পার্ক তোমার বিমূর্ত ভাবনাকে শব্দে প্রতিভাত করলো , সেখানে প্রচলিত শব্দেই তুমি এক অসম্ভব উচ্চতায় নিয়ে গেছো কবিতার অবয়বলিপি | আর এটিই নতুন বা অপর কবিতার একটা দিক | যেখানে বহুরৈখিক সম্ভাবনা পাঠকের মনে তার মতো করে তার কবিতাটি তৈরী করে দেয় | এটাই এই কবিতার উৎকর্ষ বৈশিষ্ট্য ...

    ReplyDelete
    Replies
    1. তোমার দিলখোলা মতামত আমাকে খুব আনন্দ দিল দাদা ।

      Delete
  4. প্রসূন ভালো তো লাগলোই | সব চে বড়ো কথা , কাল্পনিক অভিজ্ঞতা ও চেতনার যে স্পার্ক তোমার বিমূর্ত ভাবনাকে শব্দে প্রতিভাত করলো , সেখানে প্রচলিত শব্দেই তুমি এক অসম্ভব উচ্চতায় নিয়ে গেছো কবিতার অবয়বলিপি | আর এটিই নতুন বা অপর কবিতার একটা দিক | যেখানে বহুরৈখিক সম্ভাবনা পাঠকের মনে তার মতো করে তার কবিতাটি তৈরী করে দেয় | এটাই এই কবিতার উৎকর্ষ বৈশিষ্ট্য ...

    ReplyDelete
  5. "বাসির দলে, ভিজে যাই, লুকোতে পারি না।"

    :)

    "ছিলাম চোরের চোর। আকাশের কালো থেকে
    তারা চুরি করে যখন এসেছি নেমে মাটির গোড়ায়
    উঠেছে গৃহস্থ চাঁদ, মায়াভূক আলোটিকে লেলিয়ে দিয়েছে
    আমিও পড়েছি ফাঁদে, সেই থেকে
    অশরীরী, মুগ্ধ, হতবাক।"

    ---- আকাশ পানে চেয়ে দেখি, দাঁড়িয়ে আছো তুমি একি!

    ReplyDelete
    Replies
    1. ঈশ্বরের উপস্থিতি অনুভব করিনি এ লেখায়। শুধুমাত্র Absurdity ও কল্পনার মিশেলে তৈরি হয়েছে।তবু আপনার মতামত কিয়দংশে গ্রহণযোগ্য, দু-একটি পঙক্তির বাহ্যিক গঠনে সাজুয্য রয়েছে, যদিও আভ্যন্তরীণ রূপ সম্পূর্ণ আলাদা। আপনাকে ধন্যবাদ। আপনি অদ্ভুত একটা জায়গা ধরেছেন ।

      Delete