বাক্‌ ১৪৪ ।। মান্টি অধিকারী দত্ত



 শারদের হাসি

সবটুকু উগড়ে দেওয়া অতিরিক্ত নয় বলে
        পিঠ চাপড়ে বুক থেকে নামিয়েছি খিদে
       
যতক্ষণ থাকে জিভে 
                               ততক্ষণই তো শোষণ

টাটকা জিওলের প্রাণ    নোনতা দাপাদাপি  
  
তোর প্রতি গ্রাসে গ্রাসে আঁশটে গন্ধ হেসে উঠলে 
     আগামীরা ভুলে যায় খুনের কাহিনী




বাবা

গুছিয়ে নিতে শিখলে শেষ ছাইটুকুও যত্নে থাকে
    
ভেজা কাঠ , অক্ষরের চিতা 

ঠিক কবে যেন এক পোড়া চামড়ার মানুষ 
   আলো হাতে দিয়ে বলল

যতদূর রোদে পাবি চলতে চলতে জ্বেলে যাবি
              শুধু হারাবি না কোন কিছু

হারাইনি, হারায় না, শুধু মাটির টেনে নেমেছে মাথা

23 comments:

  1. মাটির টেনে না মাটির টানে ? টাইপো হতে পারে দেখে নেবেন । প্রথমটি বেশ ভালো লাগলো ।

    ReplyDelete
  2. খুব ভালো লাগল দিদি ❤

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ শতানীক। তোমাদের মন্তব্য আমার কাছে অনেক বড় প্রাপ্তি

      Delete
  3. খুব ভালো লাগল দিদি ❤

    ReplyDelete
  4. খুব সুন্দর। জবরদস্ত কলম

    ReplyDelete
  5. দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দ্বিতীয়টির down to earth approach আর প্রথমটির mysterious undertone, দারুন লাগলো। 🙏

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ব্যাখ্যা করলেন।

      Delete
  6. ভালো লাগলো।

    ReplyDelete
  7. ভীষণ ভাল লেখা মান্টি । দুটি কবিতাই যথার্থ রূপে কবিতা হয়ে উঠেছে । ভাল লাগল । একটি বিষয় বলি, 'কাহিনী'বানানটি বর্তমানে শুদ্ধ বানান হিসাবে 'কাহিনি' ব্যবহৃত হয় । দুটি লেখাই অসামান্য লিখেছ ।
    ।।শুভদীপ নায়ক ।।

    ReplyDelete
  8. আচ্ছা ঠিক আছে, তোমার মন্তব্য পেলে খুব ভালো লাগে। সাহস পাই। অসংখ্য ধন্যবাদ

    ReplyDelete
  9. দুটো লেখাই ভাল লাগল। দ্বিতীয়টি অধিকতর সাংকেতিক।

    ReplyDelete