বাক্‌ ১৪৪ ।। অনির্বাণ দাশ


দুটি হাফ্ সনেট

 

১.

 

গোলাপীয় সুখ দাও; বসন্তের দিন,

দুটি হাত হাতে রাখো ডিয়ার প্রেমিকা ---

কাঙ্ক্ষিত পুরুষ যারা চেয়েছে বালিকা

ফাগুনের গুণে তারা প্রণয়ে বিলীন।

 

মাধবী রাতের নারী, কুসুমের বনে ---

বসে আছি পথ চেয়ে, ল্যাপটপে প্রপোজ্;

ঠিকানা জানিনা প্রিয়ে অলকা পুরীর।।

 

 

 

২.

এখনো প্রাণের আলো; চকিত উদ্ভাসে 

হৃদিমন্থ গান করি, প্রচণ্ড প্রার্থনা ---

স্খলিত বীর্যের বুঁদে সৃজন ভাবনা,

অনির্বাণ প্রমা জাগে দখিনা বাতাসে।

 

দুই কলি পদ্য লিখি অথবা ক্রিটিক্।

টবে ঢালি বারিবিন্দু, কুসুম ফোটাই।

ভবিষ্য-জাতক বাড়ে বধূর অন্তরে।।

 

 

 

No comments:

Post a Comment