বাড়িটা গলির ভেতর
গলিটা খুব সঙ্কীর্ণ, এতটাই যে
গাড়ি ঢোকে না বাড়ি পর্যন্ত
গলির একপাশে একটা কার্লমার্ক্সের মূর্তি
শুভ্র, কোনো দাগ নেই
সুবিধা হতো, আমাদের যাতায়াতের সুবিধা হতো
যদি একটু ডানদিক চেপে দাঁড়াতেন মার্ক্স
পরকীয়া
রাত গভীর হলে ঘুমচোখে দেখেছি
দরজা খোলা। তুমি পাশে নেই
ফিরে এসেছো শেষ প্রহরে
সারা শরীর জুড়ে চাঁদের কলঙ্ক লেগে আছে
সে দাগ তুলতে তুলতে ভোর হয়ে আসে
ভূমধ্যসাগরের পাখি
ভূমধ্যসাগর পেরিয়ে এসেছে একটি পাখি
রামধনু রঙ
সোজা এসে বসেছে বারান্দার রেলিং-এ
আমার দিকে তাকিয়েছিল ঠায়
যাবার আগে একটা পালক দিয়ে গেল
আর বলে গেল, “যত্ন করে রেখো,
গায়ে রোদ্দুর লেগে আছে,
দেখো যেন উষ্ণতা জুড়িয়ে না যায়”
একটা কঠিন দায়িত্ব দিয়ে উড়ে গেল ভূমধ্যসাগরের পাখি...
খুব সুন্দর
ReplyDeleteবাহ্ ।। ভালো লাগলো। ছোট ছোট বুননে মননের মধু। 👍
ReplyDelete