বাক্‌ ১৪৪ ।। পায়েল দেব

 

স্নানের পর ডানা

 

 

 

লম্বা গাছগুলোকে দেখি...

পাতার অসহ্যরকম নড়াচড়া,ডালপালা যেদিকে খুশি বাড়িয়ে দেয় মুখ, ফুলের অকারণ মৃদু হাসি

 

অদ্ভুতভাবে নিজেকে মৃত মনে হয়

 

আমার আর গাছের মাঝখানে একটা জীবন-মৃত্যু তফাৎ রয়ে গেল

 

 

 

উল্লম্ব দেওয়াল দাঁড়িয়ে 

পুরাতন ফাটলে টিকটিকির ডিম

আজন্ম জন্মের সাধ

 

কী করে তাদের সামনে একটা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারি?   

 

 

 

বারান্দার টবে নেমেছে ঝিরিঝিরি বৃষ্টি

বিকেলের সুখ জমেছে ছায়ায় 

এসব পাতাবাহারী লুপ্ত হলে একদিন ম্যানগ্রোভ হবে 

 

আমি শুধু দেহের বাকলে সুন্দরী, কেয়া আর গরান গেঁথে দেব।

 

 

 

জানালায় বাতাস এসে বসে

গায়ে মরশুমি জ্বরভাব, ব্যথা

স্নানের পর ডানা খুলে রাখে বাইরে

 

সেদিকে আমার ঘরের বিস্তার গেছে, ঝাউপাতা নড়ে

সেদিকে পাড়ার বাউল মরেছে, মরেছে তার গান, তার একতারা

 

No comments:

Post a Comment