বাক্‌ ১৪৪ ।। বোধিসত্ত্ব পাল



ম্যাজিক

জাদুকরের অপ্রত্যাশিত হাতেই কয়েন খুঁজে পাওয়া যায়৷
অন্য হাতে কী থাকে?
এ জাদু ভুল হয়না জেনেও তোমার চমকে দেওয়ার যে ব্যর্থ অনুমান,
তা আগে থেকেই জাদুকর দেখতে পায়৷

সে দেখতে পায় তোমার চোখের গতিবিধি,
স্মৃতির চলাচল, প্রচেষ্টার ত্বরণ৷
সুদীর্ঘ অতীত পেরিয়ে আসা সেই জাদুকর দেখতে পায় 
তোমার বুকের মৃদু কম্পন,
তোমার প্রত্যেকটা হৃদয় বিদারণ,
তোমার প্রত্যেকটা প্রিয় সুর, প্রিয় বন্ধু,
তোমার ভাগ্যের ওঠানামা, তোমার হৃদয়ের নমনীয়তা৷
সে তোমার সবটা দেখতে পায়,
হাসির আড়ালে ক্রন্দিত তোমাকে,
সে তোমার বাকিটাও দেখতে পায়, মুহূর্তে!

জাদুকরের খালি হাতে কী থাকে?
তুমি থাকো, আমরা থাকি ৷৷

9 comments:

  1. "জাদুকরের খালি হাতে কী থাকে?
    তুমি থাকো, আমরা থাকি ৷৷"

    :)

    ReplyDelete
  2. খুব ভালো লাগল

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ দাদা। 🙏❤️

      Delete
  3. Replies
    1. অসংখ্য ধন্যবাদ দাদা 🙏

      Delete
  4. সমালোচনার জন্য ব্যাক্তিগত মাধ্যম অনেকে পছন্দ করেন,আমি শুনেছি সমালোচনা পাবলিকলি হলে বলে বিরাগভাজন হতে হয়,আমি হয়েওছি আগে,তবে কবিতা পড়ে মতামত দেওয়ার পক্ষেই আমি বিশ্বাসী তো সেখান থেকেই বলি,তোর কবিতা খুব একটা পড়িনি যতটা পড়েছি প্রবন্ধ....তো এটা পড়ে যা মনে হল,কবিতাটি একপেশে...মনের মধ্যে রিনরিন করে বাজে না,একবার পড়ার পরে দ্বিতীয়বার আসবোনা এই কারণেই যে কবিতার কোনো রহস্যের সন্ধান নেই,এসোব ভাষা অনেক লেখা হয়ে গ্যাছে,প্রচুর প্রায় লক্ষ-কোটিবার এরোম কবিতার ফর্ম লেখা হয়েছে,স্ট্রাকচার সেম...ব্যাকরণ সেম...যদিও অনেকে এ কবিতার মধ্যে হারিয়ে গিয়ে 'হৃদয় বিদারণ','সুর','ক্রন্দন' এসোব নিয়ে ভেবে ফেলবে... তবু আমার কাছে এ কবিতার খামতি এখানেই,আমাকে এ কবিতা কোথাও পৌছে দেওয়ার কথা বলতে পারে না...

    ***তুই জন্যই এতটা বললাম,নইলে হাত গুটিয়ে বসে থাকতুম

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ দাদা। এই honest review টাই সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যা যা বললে পরের বার খেয়াল রাখবো। এগুলোই তো শেখা। 🙏❤️

      Delete