বাক্‌ ১৪৪ ।। নীলোৎপল গুপ্ত

ঘটনা ঘটার ঠিক আগে

 

 

গোটা চারেক জলস্তর পেরিয়ে

                      তবে একটা ছুঁয়ে-দেখার আঙুল

চব্বিশটা সন্ধের পরে তবে এই শৈশবের গ্রাম

তুমি তো আজন্ম ভ্রামণিক

সম্পূর্ণ পদব্রজে যাত্রা করেছো

সেই অনাবিষ্কৃত শীতকালীন পাখিরালয়ের 

                                                          দিকে

তোমার বাঁ-পায়ে কখন জড়িয়ে গেছে

একটা আধভাঙা মাথুরের পদ

রাত্রিচ্যূত চন্দ্রালোক ছেঁড়া পালকের মতো

                              লেগে আছে চুলে

এসবই তোমার পছন্দের গয়নাগাঁটি।

 

আজ আবার যদি শুক্লাদ্বাদশীতে

আকাশে আগুন লাগে

কদম্বশাখা থেকে ইচ্ছায় খসে পড়ে

                                      দু'বিন্দু কেশর

তুমি কি আবার বসন্ত-উৎসবে 

                  ব্যভিচারী হবে? 

 

একটা অসমাপ্ত গল্পের এদিকে-ওদিকে

দু'টো স্পর্শকামী আঙুল

বাতাসও চতুর্থপ্রহরে এসে অপেক্ষাতুর

 

পরিণাম যাই হোক

নক্ষত্রপুঞ্জ---পতঙ্গদল--- কিংবা

                                          অস্পষ্ট রাতের বিমান

সবাই চাইছে

যদৃচ্ছ পর্যটন শেষে এইবার

কিছু একটা ঘটুক।

 


 

1 comment:

  1. অসাধরন narrative. খুব ভাল লাগল।

    ReplyDelete