বাক্‌ ১৪৪ ।। চন্দ্রাণী গোস্বামী

অভিমান

 

ঢেউয়ের যাবতীয় অস্থিরতা 

নুনের আত্মকথনে লেগেছিল সারা রাত

 

সমুদ্র ব্যথিত হয়... উত্তাল হয়... গভীর বুকে ভেসে যায় জাহাজের মাস্তুল

 

তুমি ঢেউয়ে ভাসতে গিয়ে

শিখতে চেয়েছ সাঁতারের অ আ ক খ

অধিত বিদ্যায় আমার ভরসা নেই জেনেও

তোমার প্রতিটি ভাসানে আমি মুছিয়ে দিয়েছি নুন

 

এমন মাঝি কোথায় পাব বলো

যাকে নৌকা ভেবে ভেসে পড়তে পারি তুমুল প্লাবণে!


 

4 comments:

  1. খুব ভালো লাগা কবিতা।

    ReplyDelete
  2. তোমার প্রতিটি ভাসানে আমি মুছিয়ে দিয়েছি নুন! দারুণ তো 🧡🧡🧡

    ReplyDelete