বাক্‌ ১৪৪ ।। অরিন্দম দাস

 

পার করা হয়নি যেসব

জাগছি জাগছি করে ঘুমিয়ে কাটিয়েছি।


তারপর ভুলে গেছি কত কী,
পতঙ্গদের চিৎকার, যুদ্ধ বিমানের হাহাকার, ভুলে গেছি।

 

ভুলে গেছি, কাল সকালে উঠে গোগ্রাসে গিলব- পোলাও, পনির, আত্মসম্মান, সিঁড়ির ধাপ...
কত কথা বলা হয়নি
খুন হয়েছি মাঝরাতে, ধর্ষিত হয়েছি
একবার
দুবার
তিনবার
চারবার


যে সব কাঁটাতার পেরিয়ে উঠিনি এখনো
জমা হয় বারুদ সেখানে

পান্তার সাথে, আলুচোখার সাথে হজম করব একদিন।

 

No comments:

Post a Comment