বাক্‌ ১৪৪ ।। অভিষেক ঘোষ



পেটে ভাসে          
                                                           

কাঠামো বেয়ে উঠছে গাড়ি। পাশের পথ পাশেরই পথ বটে। সেখানে তোমার পায়ের ছাপ নেই, হাতের ধোঁয়া নেই তাঁবুছেঁড়া আওয়াজ নেই, ঘোড়ার মাঠ থেকে মাত্র দু তিনটি ঘাস তুলে এনে টবে বসিয়ে, ছুট ব্যাপারটুকু বোঝা যায় না...

এখানে আয়নার একটি মুখ। আমার মুখে আয়না ধরে না কেউ। আলো ধরা ছেড়ে দিয়ে ভুল ধরি মনে মনে সবার, প্রকাশও করি, এভাবেই।


ষড়যন্ত্রকে শিকার করে এনে, দুটি বালক, একটি বালিকা
ও একটি মৌমাছি কাঠ খুঁজতে যাবে...
আর আমি সেই ফাঁকে বিয়ার ধরিয়ে, সিগারেট খাবো

বলব যে তোমরা চিরকালই অনেক উপরে,
আমার মতো নীচ থেকে উপরে আসা মাতালরা
চট করে সব কিছু স্বীকার করবে না...

                             

No comments:

Post a Comment