বাক্‌ ১৪৪ ।। দেবজ্যোতি দাশগুপ্ত



বর্ণপরিচয়

'আমি' জন্মগত ছাপ রেখে যায় চোখের আয়নায়

অপরিচিত বর্ণমালা ঘোরাফেরা করে
অপরের ভিতরে নিজেকে ছাড়া চেনে না কিছুই

আলাপের ব‍্যাকরণে হাসি, রাগ, অভিমানকে এক একটি শব্দের মত লাগে

আর পরিচিত হয়ে গেলে,
প্রতিটি মানুষ অক্ষর থেকে ক্রমশ ভাষা হয়ে ওঠে।


4 comments:

  1. Last line টা মন ছুঁয়ে গেলো

    ReplyDelete
  2. Last line টা মন ছুঁয়ে গেলো

    ReplyDelete
  3. Last line টা মন ছুঁয়ে গেলো

    ReplyDelete