বাক্‌ ১৪৪ ।। পবন বর্মন





ভোরবেলার সংসার

মা উৎসবের ফল উনুনে পুড়িয়ে, পাতে দেয় 
আর বাবা শরৎ জ্বালিয়ে রাখে গোলাঘরে 
এভাবেই কতগুলো গোপন, প্যান্ডেলে প্যান্ডেলে 
উৎসবের রং হয়ে জেগে থাকে 
                                   বিন্দু বিন্দু ঘামের উপর 
যা তুলিতে লাগালে স্পর্শের রং হয় 
সেই রং আসলে মা-বাবার তিলে তিলে সাজানো 
ভোরবেলার সুখী সংসার লেগে থাকে

2 comments:

  1. ভাল হয়েছে ভাই। লেখাটা আরো বড় হতে পারত। সম্ভাবনা ছিল ।

    ReplyDelete