বাক্‌ ১৪৪ ।। আর্দ্র



কবিতা

তবু বৈশাখ ছিঁড়ে 
হঠাৎ চৈত্রর উৎস খুঁজি!
যেখানে তুমি রেখে এসেছো -
মাটির পাপড়িতে সোনালী কিছু নদী-

এই স্পষ্ট আকালে কামারশালার অক্লান্ত 
হাপরে রাখো নির্ভীক অক্সিজেন! 

থেঁতলানো হাড়বাকর জুড়ে তৈরি করো কোমল গায়ত্রীমন্ত্র!

ওরা আলো চায়!
ওই হেরে যাওয়া পাখিদের তিলক টেনে দাও!

আর কাঁটাগাছের গরিবরেখা বরাবর দাঁড়াও-
তুলে তুলে পরিযায়ী ছাঁচ পরিস্কার করো...
জল দাও! 

সংরক্ষণ করো রক্তপাতের কথোপকথন!


26 comments:

  1. Replies
    1. তোমায় আর কী বলি!!

      তুমি বললে সাহস পাই! আনন্দ পাই!
      ভালবাসা নিও অফুরান!

      Delete
  2. বাহ ভাই। দারুণ।

    ReplyDelete
    Replies
    1. তোমায় আর কী বলি! পাশে থাকলে আনন্দ পাই!
      অনেক অনেক ভালবাসা! ♥

      Delete
  3. খুব ভালো হয়েছে আর্দ্র😊

    ReplyDelete
    Replies
    1. খুব খুশি হয়েছি! ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে!

      Delete
  4. বাঃ। এরকম লেখা নবীন প্রজন্মের কাছে অনেক প্রত্যাশা জাগিয়ে তোলে।

    ReplyDelete
    Replies
    1. খুব আনন্দ পেলাম! আন্তরিক ধন্যবাদ জানাই!

      Delete
  5. প্রিয় আর্দ্র , কবিতাটি বেশ মায়াময় , শেষ লাইনে একটা অদ্ভূত ডাইমেনশন ...আবেগী মনের এত সুন্দর আত্মপ্রকাশ যা আমার মনকে স্পর্শ করলো ...কিছু শব্দের ব্যবহার দৃষ্টি এড়াতে পারলনা ...শুভকামনা রইলো ...এভাবেই সৃজনে থেকো ...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. তোমার মন্তব্য গুলি আমাকে শুধু আনন্দই দেয় না, আরও বেশি সৃষ্টিশীল কাজ করতে ভীষণ উতসাহ দেয়।
      ভালবাসা ভালবাসা ভালবাসা দাদা!

      Delete
  6. 'এই স্পষ্ট আকালে কামারশালার অক্লান্ত
    হাপরে রাখো নির্ভীক অক্সিজেন!'
    শব্দকল্প ও allegory এর ব্যাবহার নিপুণ। দারুন লাগলো।

    ReplyDelete
    Replies
    1. খুব খুশি হলাম। এই ভাললাগা তুলে রাখলাম! আমার ভালবাসা জানবেন!

      Delete
  7. ভীষণ ভাল লেখা । মুগ্ধ হলাম কবিতাটি পড়ে ।
    ।।শুভদীপ নায়ক ।।

    ReplyDelete
    Replies
    1. এই মুগ্ধতা বড় ভালোলাগা দিলো!

      আমার ভালবাসা জানবেন!

      Delete
  8. বাহ! ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ধন্যবাদ জানাই!

      Delete
  9. খুব ভালো হযেছে

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. আন্তরিক ধন্যবাদ জানাই! আমার দুর্ভাগ্য আপনার নামটি দেখতে পাচ্ছিনা!

      Delete
  10. Replies
    1. খুশি হলাম খুব! ভালবাসা জেনো!♥

      Delete
  11. আপনার লেখা প্রথম পড়লাম।খুব ভালো। অপ্রত্যাশিত এবং অসামান্য। আরও লেখার অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
  12. এ আমার প্রাপ্তি। আমার ভালবাসা জানবেন।
    পরবর্তীতে পড়াতে পারলে ভালো লাগবে খুব!

    বাক্ কে আমার শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই! সকলের কাছে লেখাটি পৌঁছে দেওয়ার জন্য!

    ReplyDelete
  13. ভালো লাগলো জেনে খুব ভালো লাগছে। আমার ভালবাসা নেবেন!

    ReplyDelete