বাক্‌ ১৪৪ ।। সবর্ণা চট্টোপাধ্যায়



বাতাসী

চেয়ে আছে বাতাসী
মৃদু হাসি, চাঁদের আলোর মতো ছুঁয়েছে তার গাল 
মলিন গ্রাম ভেসে যাচ্ছে আলোয়

জানে না প্রেমের বৈধতা কী?
জানে বিষের ছোবল যেন অমৃত কলস...

ধুয়ে মুছে রাখে থালা বাটি
ফ্যানাভাত আর নুন ঢেলে দেয় প্রসাদের গুণে

লাজুক চোখে আড়ালের কালো কাপড় সরিয়ে
দেখে নেয় প্রশস্ত প্রেমিকের বুক।
ঠিকরে পড়ছে আলো 
বাতাসী জাপটে নেয় দুঃখী আঁচল

অতিথি, সে তো ভগবান
পোড়া ভিটেয় পা দেয় মাঝে মাঝে।

ভরে উঠছে গ্রাম লালফুলে
সিঁথি শূন্য, তবু, চোখের গভীরে তার লোভ
দূরের শহর দেখার!

1 comment: