বাক্‌ ১৪৪ ।। অভি সমাদ্দার

 

পিছলভুক-১২

 

 

তুমি থেকেই শুরু

 

এই মজঝিম 

 

                 

 

                 মনের পিটক 

 

আর সারাদিন নীচু ও নীত শাবানা গড়িয়ে

জল ও জলের বেদনা গড়িয়ে

লেখা তার খেলার কাছে নিয়ে যায়

অথচ লিখি না কিছু বসে থাকি 

তন্তুবিকাশে

যেন এক বার্তাবহকের ঝোলা কাঁধে

মনের  তস্কর নেমে যায় জলে 

আর আমি থেকে 'আহত' পৃথক করি 

তরলে পৃঘক করি 

শ্রমণার  টানটান কুহু

অথবা একটি নুড়ির জলটিপে 

যেটুকু অমা...অভি  

তারই সুতো খুলে খুলে টুকে যাই

 

আলো থেকে অমল কুয়াশা

আঁকা  থেকে আলেয়ার জল! 

 

 

 

 

পিছলভুক-১৩

 

মন শৈলীর এই পিছল

তল শৈলীর এই গঠনে 

কিছু কি সুতনুকা রেখা!

 

রে দূর্বা, পথের শীর্ণ, কেন বারবার 

লৌকিক লিরিকে 

হৃ ধ্বনি উপুড় হয়!  

কেন মনে হয়, লেখা এক শ্বরের পংক্তিমালা

ফলত নিজেরেই ছায়া মাপতে মাপতে 

রাত্রিফল হাতে পাই

আর একটার পর  একটা হট্ট পিছল  টপকে 

রুদ্ ও রোদনের বনধ্বনি টপকে

চাঁদের সন্তরণ যেটুকু দৃশ্যকূট তরল দ্যায়

তনু রেখার নীরব মোলায়েমও

উপশম দ্যায় খুব

 

আর লিখিত হতে থাকে জীবন বিষন্ন ! 

 

14 comments:

  1. কবিতাটা মজঝিম পন্থায় অবিচল থেকেছে। ভালো লাগলো।

    ReplyDelete
  2. কবিতাটা মজঝিম পন্থায় অবিচল থেকেছে। ভালো লাগলো।

    ReplyDelete
  3. খুব ভালো লাগল দাদা। অনেক শ্রদ্ধা

    ReplyDelete
    Replies
    1. ভালোবাসা। পাঠে এসেছো। প্রাপ্তি। ❤

      Delete
  4. এক পা এক পা করে যেন কবি হেঁটে চলেছেন মঞ্চে।

    ReplyDelete
    Replies
    1. পাঠে এসেছেন এই বড়ো প্রাপ্তি আমার কাছে। 🌷। সেই 'বুদবুদ' এর সময় মনে পড়ে গেল দেবযানীদি।যখন আপনি আমাদের সুন্দর চিঠি লিখে পাঠাতেন। পাঠপ্রতিক্রিয়ায়। শুভেচ্ছা দিদি। ভালো থাকবেন।

      Delete
    2. পাঠে এসেছেন এই বড়ো প্রাপ্তি আমার কাছে। 🌷। সেই 'বুদবুদ' এর সময় মনে পড়ে গেল দেবযানীদি।যখন আপনি আমাদের সুন্দর চিঠি লিখে পাঠাতেন। পাঠপ্রতিক্রিয়ায়। শুভেচ্ছা দিদি। ভালো থাকবেন।

      Delete
  5. বাহ। খুব ভাল লাগল কবিতা দুটো। লেখাকেই লিখে তোলা একটু উদাস ভংগীতে, চমৎ।।

    ReplyDelete
    Replies
    1. রঞ্জনদা। আপনি আমার প্রিয় কবিদের একজন। আপনার কাছ থেকে যেকোন প্রতিক্রিয়াই আমাকে আপ্লূত করে। কি যে বলি। শুধু ভালোবাসাটুকু নাও।

      Delete