বাক্‌ ১৪৪ ।। দেবাশিস সাহা



অনন্তের  ডালপালা 


যে শব্দ ডুবতে ডুবতে ফের ভেসে ওঠে
এসো আজ সারা দুপুর তার উচ্চারণ লিখি
অনন্তের ডালপালা ছায়া দেবে কথা আছে

পার্কে যেও না তোমরা কেউ আছে বিকালে
সূর্যাস্তের পাখি নিয়ে আমাদের ডাইনিংয়েই বিকাল কথা আছে

তাহলে চা -সিঙাড়া থাক, আজ আড্ডায়
ডাকতে এসেছে? ফিরিয়ে দাও নদীকে
বৃষ্টি আসছে তুড়ি মেরে উড়িয়ে দাও মেঘ
আজ আমরা বরং আগুনের গল্প করি
তোমরা এই আগুনের ওপর গোল হয়ে বোসো
অবশ্য খেয়াল রেখ, তোমাদের ভালোবাসার গল্পগুলো তোমাদের            
          প্রেমের চিঠিগুলো আগুন যেন ছুঁতে না পারে
চিঠির অনন্তে ভেসে গেছে ডাকপিওন 
অশ্রুত ধ্বনি নিয়ে সে আসছে

কাজেই যে ঝড় আসছে
সবাই মিলে তাকে রুখে দাও
আমাদের ভালেবাসার গল্পগুলো বেঁচে থাক অনন্তকাল 

2 comments: